ওয়েবসাইট সম্পর্কে

এটি আমার একটি পরীক্ষামূলক প্রজেক্ট। এটির কাজ এখনো শেষ হয়নি। প্রতিদিন নতুন ফিচার যুক্ত হচ্ছে। আবার কিছু কিছু ফিচার পরীক্ষামূলক ভাবে দেওয়া হয়েছে। এই প্রজেক্টটি একটি দীর্ঘ সময় অতিবাহিত হলে সীমাবদ্ধতা এবং মানুষের চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ করা যেতে পারে।

জরুরী রক্ত প্রয়োজন হয় কিন্ত কোথাও রক্তের সন্ধান মিলছে না অথচ আমাদের আশেপাশেই কাঙ্খিত রক্তের গ্রুপের ব্যক্তি রয়েছে – এরকম ঘটনা প্রায়ই ঘটে। এই সমস্যা দূর করার প্রচেষ্টা চালাচ্ছে রক্ত ডট ইনফো। রক্ত.ইনফো একটি ব্লাড ডিরেক্টরি ওয়েবসাইট যার মাধ্যমে রক্তদাতাকে খুঁজে বের করা যাবে। এটি একটি রক্তদাতার তথ্য সংবলিত ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি অ্যাপ আকারেও ব্যবহার করা যাবে। এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে রক্তদান কর্মসূচী বাস্তবায়নে কাজ করা। ওয়েবসাইটটির মাধ্যমে যেকোনো ব্যক্তি সহজেই রক্ত খুঁজে বের করতে পারবেন।

এই ওয়েবসাইটে থাকছে:- প্রতিটি রক্তদাতার ছবিসহ পরিচয়, মোট রক্তদানের সংখ্যা, সর্বশেষ রক্তদানের তারিখ, গ্রুপ এর উপর ফিল্টারিং করে রক্ত খুঁজে বের করা যাবে এবং রক্তদাতাকে নম্বর না ডায়াল করেই এক ক্লিকে ফোন করা যাবে, রক্তদানের সংখ্যার উপর ভিত্তি করে প্রোফাইলে পদমর্যাদার ব্যাচ থাকবে, অ্যাপটি ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে।

যেকেউ রক্ত ডট ইনফো তে সাপোর্ট টিমের মাধ্যমে প্রোফাইল তৈরি করে রক্তদানে যোগ দিতে পারেন। কিছু প্রতারকচক্র প্রোফাইল তৈরি করে রক্তগ্রহীতার কাছ থেকে টাকা চাইতে পারে কিংবা রক্তদানে ইচ্ছুক নয় কিন্তু অপ্রয়োজনে নিজের প্রোফাইল তৈরি করতে পারে। এতে, রক্তগ্রহীতার সঠিক রক্তদাতাকে খুঁজে পেতে ঝামেলা পোহাতে হবে। তাই, এই সীমাবদ্ধতা তৈরি করা হয়েছে। অর্থাৎ, এই ওয়েবসাইটের প্রতিটি প্রোফাইল সাপোর্ট টিম দ্বারা ভেরিফাইড।

কোন পরামর্শ থাকলে

জিহাদুর রহমান নয়ন

জিহাদুর রহমান নয়ন

এডমিন, রক্ত ডট ইনফো
01619-756262

Enable Notifications OK No thanks